স্টাফ রিপোর্টারঃ
অরাজনৈতিক প্ল্যাটফর্ম ‘জুলাই মঞ্চ’- এর ১১১ সদস্য বিশিষ্ট মুন্সিগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন রায়হান রাব্বি ও মুখপাত্র হয়েছেন মো. ইব্রাহিম খলিল।
সোমবার (১৪ জুলাই) জুলাই মঞ্চের আহবায়ক আরিফুল ইসলাম তালুকদার ও মুখপাত্র সাকিব হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১ বছরের মেয়াদে এই কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অরাজনৈতিক এই প্ল্যাটফর্মটি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাবে।
কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছেন- ফারদিন হাসান আবির, ডিএম রাব্বি। সহ-মুখপাত্র হয়েছেন- মুহাম্মদ রাজু, জুবায়ের নিয়াজ। মূখ্য প্রতিনিধি- তানভীর হাসান তামিম, মূখ্য সংগঠক আবু বক্কর শেখ, গণমাধ্যম সমন্বয়ক- নেহাল আহমেদ জিহাদ, দপ্তর ও নিবন্ধন ব্যবস্থাপক- আসিফুল হাসান (শৈশব), অর্থ ব্যবস্থাপক-শাহরিয়ার আমিন, প্রচার সম্পাদক- ইহসান আহমেদ, ডকুমেন্টেশন ব্যবস্থাপক- অনামিকা দেওয়ান, দুর্নীতি প্রতিরোধ প্রতিনিধি- আতিকা, আহত ও শহীদ পরিবার সংযোগ প্রতিনিধি- রোকনুদ্দৈালা রাফসান, ধর্ষণ প্রতিরোধ ও নারী নিরাপত্তা প্রতিনিধি- ফারজানা আক্তার, মব জাস্টিস প্রতিরোধ প্রতিনিধি- নিফাস তাবাসুম সুজানা, সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিনিধি- মেহেদি খান, মামলা বাণিজ্য প্রতিরোধ প্রতিনিধি- রাইসুল ইসলাম, খাদ্য দ্রব্যে ভেজাল বিরোধী প্রতিনিধি- নাঈমুল ইসলাম আয়ান, গণহত্যাকারীদের চিহ্নিতকরণ প্রতিনিধি-মো. আহাদ, রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিস্ট আমলা চিহ্নিতকরণ প্রতিনিধি- আসিফ ভুইয়ান, দেশীয় সংস্কৃতি সংরক্ষণ প্রতিনিধি- জান্নাতুল ফেরদৌস, ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিতকরণ প্রতিনিধি- আব্দুস সোবহান রিয়াদ।
প্রসঙ্গত; চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি জাতীয় জাদুঘরের সামনে জুলাই গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গঠিত হয় জুলাই মঞ্চ নামের এই সংগঠনটি।