মুন্সীগঞ্জের লৌহজংয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত মতবিনিময় সভা করেছে৷ আজ (১৫ জুলাই) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে সকল বিভাগীয় অফিস প্রধান, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুধিজনের সাথে তিনি এ সভা করেন৷ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্যে ডিসি ফাতেমা তুল জান্নাত বলেন শিক্ষার্থীদের রোল মডেল হচ্ছে তার শিক্ষক৷ একজন শিক্ষক শুধু একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন, তিনি এলাকার সকলের শিক্ষক৷ একটি বাচ্চা যখন বিপথগ্রামী হয়, তাকে শোধরাবার দায়িত্ব শুধু অভিভাবকদের নন শিক্ষকের ও দায়িত্ব নিতে হবে৷ শিক্ষকেরা শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মত দায়িত্ব নিতে হবে৷
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মো. মাহমুদুর রহমান খন্দকার, সরকারি লৌহজং কলেজের উপাধ্যক্ষ মো. সহিদুর রহমান শিকদার, উপজেলা প্রকৌশল মো. রেজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলাম, শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশিরুল ইসলাম, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান বক্তব্য রাখেন৷
পরে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার, শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, এবং ৫ জন নারীকে সেলাইমেশিন ও ১২ জন নারী উদ্যোক্তদের মাঝে ১৩ লাখ ২০ হাজার টাকার যুব উন্নয়ন ঋণের চেক বিতরণ করেন৷
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কর্মকর্তা ডাঃ ফাহমিদা লস্কর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, কোস্ট গার্ডদের কন্টিনজেন্ট কমান্ডার মো. রবিউল প্রমুখ৷ ##
মো. শওকত হোসেন, লৌহজং, মুন্সীগঞ্জ৷