ওয়ানডে সিরিজের পুনরাবৃত্তি করল বাংলাদেশ। প্রথম ম্যাচ হারের পর জিতে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি। ৮৩ রানের দারুণ জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফেরাল সফরকারীরা।
ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৭ রান করে বাংলাদেশ। জবাবে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
রানের হিসেবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। গত বছর ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়েছিল তারা।

বাংলাদেশের উচ্ছ্বাস
সব মিলিয়ে এর চেয়ে বড় জয় আছে আর মাত্র একটি। ২০২১ বিশ্বকাপে পিএনজির বিপক্ষে ৮৪ রানে জিতেছিল তারা।
ঘরের মাঠে শ্রীলঙ্কার সর্বনিম্ন দলীয় স্কোর এটি। বাংলাদেশের বিপক্ষে সব মিলিয়ে এবারই প্রথম একশর কমে অলআউট হলো তারা।
১৩ ম্যাচের খরা কাটিয়ে অবশেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিফটির দেখা পান লিটন কুমার দাস। দুবার জীবন পেয়ে ১ চারের সঙ্গে ৫ ছক্কায় ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক।
এছাড়া শামীম হোসেনের ব্যাট থেকে আসে ২৭ বলে ৪৮ রান। বল হাতে অবদান রাখেন পাঁচ বোলারের সবাই। সর্বোচ্চ ৩ উইকেট নেন রিশাদ হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৭৭/৭ (তানজিদ ৫, পারভেজ ০, লিটন ৭৬, হৃদয় ৩১, মিরাজ ১, শামীম ৪৮, জাকের ৩, রিশাদ ০, সাইফ ৬; থুসারা ৪-০-৩০-১, বিনুরা ৪-০-৩১-৩, শানাকা ২-০-২৩-০, থিকশানা ৪-০-৩০-১, ভ্যান্ডারসে ৪-০-৪০-০, কারুনারাত্নে ২-০-১৮-০)
শ্রীলঙ্কা: ১৫.২ ওভারে ৯৪ (নিসাঙ্কা ৩২, কুসাল মেন্ডিস ৮, কুসাল পেরেরা ০, আভিশকা ২, আসালাঙ্কা ৫, শানাকা ২০, কারুনারাত্নে ০, ভ্যান্ডারসে ৮, থিকশানা ৬, বিনুরা ৬, থুসারা ০; শরিফুল ৩-০-১২-২, সাইফউদ্দিন ৩-০-২১-২, মুস্তাফিজ ৩-০-১৪-১, মিরাজ ৩-০-২৬-১, রিশাদ ৩.২-০-১৮-৩)
ফল: বাংলাদেশ ৮৩ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা
ম্যান অব দা ম্যাচ: লিটন কুমার দাস