স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবদুর রাজ্জাক হাওলাদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৩ জুলাই রবিবার। অধ্যাপনার বাইরেও তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী, দক্ষ সংগঠক ও সংস্কৃতিমনা একজন সমাজসেবক। তিনি মুন্সীগঞ্জ মহিলা কলেজ প্রতিষ্ঠায় তিনি ছিলেন একজন উদ্যোক্তা। মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ সরকারিকরণে মুখ্য ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন বিক্রমপুর ফাউন্ডেশনের শিক্ষা উপদেষ্টা, মুন্সীগঞ্জ সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি, বিক্রমপুর সুধী সমাবেশের প্রথম আহবায়ক, আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও কিশলয় কিন্ডারগার্টেন এর উদ্যোক্তা। মুন্সিগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে তার ছিল নিবিড় সম্পৃক্ততা ও অবাধ বিচরণ। বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখির সাথে তিনি যুক্ত ছিলেন। এক সময় তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকার অর্থনীতি পাতার সম্পাদনার দায়িত্ব পালন করা ছাড়াও সাপ্তাহিক রবিবার-এর অর্থনীতির নিবন্ধকার হিসেবেও দায়িত্ব পালন করেন।
বই বিতান প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত “ধন বিজ্ঞান পরিচিতি” এবং বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত “অর্থশাস্ত্রের কথা” তার রচিত দুখানি মূল্যবান অর্থশাস্ত্রের বই। দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও অসহায়দের সাহায্যার্থে মৃত্যুর পূর্বেই তিনি একটি কল্যাণ ট্রাস্ট গঠন করে গেছেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর শিক্ষা ও কর্মজীবনের সহযাত্রী সকল সহপাঠী, সহকর্মী, আত্মীয়-স্বজন ও বন্ধুদের প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মার মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।