শুক্রবার , ২০ জুন ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

সুস্নাত বন্দ্যোপাধ্যায়ের কবিতা অন্ধগর্ভের মেঘবর্ণা

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ২০, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ

ভোরের আলোয় যে মেয়েটি জেগে ওঠে,
তার আঙুলে জড়ানো থাকে রোদের নরম হাসি।
নামে ডাকি না, তবু জানি—
সে চেরি ছিল, একদিন।

ওর বার্তাগুলো এখনো রয়ে যায়
হোয়াটসঅ্যাপের স্ক্রিনে,
ভাষাহীন শব্দে—
‘সুপ্রভাত’ যেন এক নরম প্রতিচ্ছবি।

আমি লিখতাম
শুধু “কেমন আছো?” নয়—
লিখতাম মনের ভিতরে লুকিয়ে রাখা ঋতুগুলোর কথা,
আর প্রতিবার শেষে
চোখ দুটো আঁকতাম আঁচড়ে আঁচড়ে।

ও বলত— “তুই অদ্ভুত!”
আমি বলতাম— “তুই অস্তিত্ব।”
এইভাবেই,
ভালোবাসা এক মেঘে রূপ নিত,
আর আমরা দুইজনে মিশে যেতাম বৃষ্টি হয়ে।

চুম্বন ছিল না কেবল ঠোঁটের খেলা—
ছিল এক মহাপৃথিবীর বিনিময়। যেখানে বারি ঝরে আর সব জননী চোখ মুছে।

আমরা জানতাম,
এই স্নেহে কেউ আশ্রয় খোঁজে,
কেউ হারিয়ে ফেলে সমুদ্রের পাড়।

ঘাসে, পাতায়, বাতাসে ছড়িয়ে পড়ে
মেঘের সেই মায়া,
আর জীবন যেন গোপনে বলে ওঠে—
“তোমরা কাকে চাও, যারা আলো চায় না?”

আমাদের ভালোবাসা জানে তারা—
যারা অন্ধকারে বাস করে,
যাদের ভাষা থেমে গেছে,
তবু হৃদয় কথা বলে নিঃশব্দে।

একদিন, দুইটি শব্দ থেমে যায়—
একটা গুলি, একটা চিৎকার,
আর পৃথিবী হঠাৎ বোঝে—
ভালোবাসা শুধু গান নয়।

চেরি এখন আর নেই, তবু তার নাম রয়ে গেছে
একটা নির্জন প্রভাতের ভিতর।

 

– কবি সুস্নাত বন্দ্যোপাধ্যায়

(বড়া, উত্তর-২৪-পরগনা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ)

 

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে প্রথম দিনে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা

শ্রীনগরে প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন 

ভারি বৃষ্টিতে লামায় সব পর্যটন কেন্দ্র ফের বন্ধ

আদালতে জবানবন্দি: মাগুরার শিশুটিকে একা পেয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টা, বোন ছিলেন রান্নাঘরে

রামপালে প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে  নগদ অর্থ বিতরণ

অনূর্ধ্ব-১৪ ঢাকা সাউথ সিলেকশন ট্যুরে সুযোগ পেয়েছে মুন্সীগঞ্জের উমায়ের

পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি: বন্দুকধারীর হামলায় পুলিশ নিহত

আপনার জন্য দরজা খোলা রইল: টিউলিপকে স্টারমার

শ্রীনগরে আম মার্কায় দোয়েলের গণসংযোগ 

শ্রীলঙ্কার চেয়ে ১৮৭ রানে এগিয়ে বাংলাদেশ