রবিবার , ৮ জুন ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কলাম
  9. কৃষি
  10. খুলনা বিভাগ
  11. খেলাধুলা
  12. গজারিয়া
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম বিভাগ
  15. জাতীয়

মুন্সীগঞ্জ সদরে ঈদুল আযহা উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ: ক্লাব ঐক্য মুন্সীগঞ্জ ১-০ গোলে বিজয়ী

প্রতিবেদক
সভ্যতার আলো ডেস্ক
জুন ৮, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ক্রীড়ার মানোন্নয়নে উপজেলা প্রশাসনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ঈদুল আযহা উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে নয়টায় মুন্সীগঞ্জ স্টেডিয়ামে উপজেলা প্রশাসন স্পোর্টস একাডেমি আয়োজনে এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

ম্যাচে অংশ নেয় সদর উপজেলা প্রশাসন ও ক্লাব ঐক্য, মুন্সীগঞ্জ।

টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় শেষ পর্যন্ত ১-০ গোলে ক্লাব ঐক্য, মুন্সীগঞ্জ বিজয়ী হয়। খেলায় খেলোয়াড়দের পারস্পরিক ক্রীড়া-আত্মা, নৈপুণ্য ও উদ্যম বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ এনামুল হক সহ আরো অনেকে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, “তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ আগামীতে আরও বেগবান হবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মুন্সীগঞ্জ সদরে তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতি ও ক্রীড়ার সাথে সম্পৃক্ত রাখতে ‘উপজেলা প্রশাসন স্পোর্টস একাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ, ব্যাডমিন্টন ও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এ কার্যক্রম এগিয়ে চলছে।

এবারের প্রীতি ম্যাচের মাধ্যমে উপজেলার সব স্পোর্টিং ক্লাবের অংশগ্রহণে একটি আনন্দঘন ও একতাবদ্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - মুন্সীগঞ্জ

আপনার জন্য নির্বাচিত