স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর সেতুর নিচে মালিরপাথর এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন নারী মাসুদা বেগমের (৬৫) বিকৃত মরদেহ উদ্ধারের ঘটনাকে ধর্ষণ ও হত্যা দাবি করে এ ঘটনার সুষ্ঠু বিচার ও এলাকাটিকে মাদকমুক্ত করার দাবিতে রবিবার সকাল সাড়ে ১১ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।