স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদরের সুখবাসপুরে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে চাচাদের হামলায় এক ভাতিজা আহত হয়েছেন। আহত যুবকের নাম মো: শিমুল (৩৩) ঢালী। মঙ্গলবার দিবাগত রাত ১ টায় কথা কাটাকাটির এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে। হামলা করেন তাদের চাচা লাবলু ঢালী ও আউয়াল ঢালী। গুরতর আহত শিমুল ঢালী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অবস্থা আশঙ্কা জনক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শিরা জানান, লাবলু ঢালী ও আউয়াল ঢালীর সাথে তার ভাই পান্নু ঢালীর জায়গা নিয়ে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় দুপক্ষের কথাকাটা কাটির এক পর্যায়ে লাবলু ঢালী ও আউয়াল ঢালী গং তারই ভাতিজা শিমুল ঢালীকে পিটিয়ে আহত করে।
এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ অভিযুক্ত ২ জন আটক করে।