টঙ্গিবাড়ী তে মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে ‘ডাঃ মির্জা এ. সোবহান ফাউন্ডেশন’ আয়োজিত ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।(২১ফেব্রু ২০২৫ খ্রি.) তিনটি উচ্চ বিদ্যালয়ে (টঙ্গিবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,সোনারং সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ে) এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিদের মাঝে ২য় দিন ২২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. শনিবার আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় হল রুমে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার ও সনদ প্রদান করা হয়। পুরুষ্কারের মধ্যে ছিলো বই, মেধা সনদ ও নগদ অর্থ,।জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানার সভাপতিত্বে ও বিক্রমপুর টংগিবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক জাহিদুর রহমান রাজুর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান মোল্লা, টঙ্গিবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সোনারং সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আড়িয়ল ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আলী নান্টু মাদবর, আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুম হোসাইন, ছাত্রনেতা ওবাইদুল্লাহ এবং অভিভাবক বৃন্দ। উল্লেখ্য যে, ডাঃ মির্জা এ. সোবহান ফাউন্ডেশন সারা দেশ ব্যপি শিক্ষা, দারিদ্র বিমোচন, দেশিয় সংস্কৃতি নিয়ে কাজ করে যাচ্ছে।