স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে আজ সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আনা হয়েছে। তাকে বহনকারী প্রিজন ভ্যান পৌঁছানোর আগেই জেলা কারাগার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর অবস্থান নেয়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলায় আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) তাকে মুন্সীগঞ্জ আদালতে তোলা হবে।
উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘর্ষে ৩ জন নিহত হন। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলাসহ একাধিক মামলায় ফয়সাল বিপ্লবকে আসামি করা হয়েছে।
এর আগে, বিএনপির ২০২৩ সালের ২৮ অক্টোবরের ঢাকার মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গত ২২ জুন গভীর রাতে রাজধানীর মনিপুরীপাড়া থেকে গ্রেফতার করা হয়। পরে ২৩ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এই মুহূর্তে ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন এবং আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র।
বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও আলোচনা জোরালো হয়েছে।