স্টাফ রিপোর্টার: টঙ্গীবাড়ির নিতিরা ফজুশাহ্ উচ্চ বিদ্যালয়ে ২২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে নিতিরা ফজুশাহ্ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মঞ্জু শেখ ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম। এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ-চীন ব্যবসায়ী পার্টনার ফেং পেই বুলেট, নিতিরা ফজুশাহ্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান মিয়া, আজীবন দাতা সদস্য মোঃ শহিদুল হক মতি রাঢ়ী, মোঃ আবুল বাশার বেপারী, মোঃ আলমাস শেখ, নজরুল শেখ, শাহিন দেওয়ান, মোঃ তোফাজ্জল শেখ (মেম্বার),এনামুল হক অপু (লাভলু শেখ), আলী আকবর, জহিরুল ইসলাম,কামাল মৃধা, একলাছ সরদার (মেম্বার), আব্দুল হাই ঢালী,উজ্জ্বল বেপারী, মোঃ দেলোয়ার হোসেন বেপারী, সেলিম মোল্লা, অনিক শেখ, সেলিম দেওয়ান, ইঞ্জিনিয়ার মোঃ রেজুয়ানুল হক নিবির ও শান্ত ছৈয়াল প্রমুখ।